ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে কেন গ্রেফতার, সরকারকে সহিষ্ণু হতে হবে: মাইজভান্ডারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
রাতে কেন গ্রেফতার, সরকারকে সহিষ্ণু হতে হবে: মাইজভান্ডারি 

ঢাকা: দৈনিক ‘প্রথম আলো’র সাংবাদিক শামসুজ্জামানের গ্রেফতার ইস্যুতে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বাশার মাইজভান্ডারি বলেছেন, যড়যন্ত্র চলছে কিন্তু সরকারকে সহিষ্ণু হতে হবে। দিনে গ্রেফতার করবো, রাতে কেন।

যড়যন্ত্র চলছে, বাধা আসবে, সেটা মাড়িয়ে এগিয়ে যেতে হবে। এর থেকে উত্তরণ ঘটাতে হবে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২৫ মার্চ কালরাত নিয়ে অপপ্রচার চালানোয় মির্জা ফখরুলকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।  

একইসঙ্গে কালরাতে গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহও জানান তিনি।  

তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হয়ে যাবে। সেটা নিয়ে ভাবার কিছু নেই।

১৪ দলীয় জোট আবারও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান 
নজিবুল বাশার মাইজভান্ডারি।

আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, গণতান্ত্রিক পার্টির নেতা ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের সভাপতি এসকে সিকদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসস) নেতা মো. রেজাউল রশিদ খান, গণতন্ত্র মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ৩০ মার্চ, ২০২৩  
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ