ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁ পৌর আ.লীগের নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
সোনারগাঁ পৌর আ.লীগের নেতা গ্রেপ্তার গাজী আমজাদ হোসেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার গাজী আমজাদ হোসেনবাড়ী শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন স্থলাভিষিক্ত হন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ট বলে জানিয়েছেন পুলিশ।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এজহারভুক্ত আসামি গাজী আমজাদ হোসেন। হত্যাকাণ্ডের ঘটনা মামলার হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমজাদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।