ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট বিএনপি নেতা পাপলুর পদ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
সিলেট বিএনপি নেতা পাপলুর পদ স্থগিত

সিলেট: সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে পাপলুর পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এই চিঠি গণমাধ্যমে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিদ্দিকুর রহমান পাপলুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ২১ মার্চ বিকেলে নগরের একটি হোটেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় পূর্বে নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন কেন্দ্রীয় নেতাদের সামনে গ্রুপিং কোন্দলের বিষয়বস্তু তুলে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এনইউ/এসএএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।