ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, ঈদের পর আন্দোলন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, ঈদের পর আন্দোলন’

চাঁদপুর: চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারের পতন শুরু হয়ে গেছে। ঈদের পর বৃহত্তর আন্দোলন আসছে।

সবাইকে প্রস্তুত থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর ২টায় শহরের জে এম সেন গুপ্ত রোডের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এই বিএনপি নেতা। এসময় দল ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করে চাঁদপুর সদর উপজেলা বিএনপি।

এতে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গত কয়েকদিন আগে হাইমচর উপজেলার সাধারণ সম্পাদক সফিককে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিকরাও আজ নিরাপদ নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সরকার সাধারণ মানুষকে হয়রানি করছে। এ আইন সংশোধন করতে হবে।

সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির  সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, এ কেএম ফজলুল হক সেলিম, মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, শহর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ