ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে যুবদল নেতাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ফেনীতে যুবদল নেতাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা

ফেনী: ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ হোসেনকে (৪২) তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় একদল সন্ত্রাসী ভোরবাজার নামক স্থানে নিয়ে তাকে কুপিয়ে জখম করে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল গভীর রাতে জানান, বিকেলে ফরহাদ নগর ইউনিয়নের ইফতারে অংশ নিতে শাহাদাৎ ফেনী থেকে ভোরবাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী ফেরার পথে ১৫-২০ জন সন্ত্রাসী তাকে তুলে স্থানীয় মাদরাসার পেছনে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে খবর পেয়ে ফেনী থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, এখনও এ ঘটনায় মামলা হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশের বিশেষ দল মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এসএইচডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।