ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না: কৃষিমন্ত্রী

সিলেট: বিএনপি আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ২০১৪ সালেও টানা ৯০ দিন আন্দোলন করে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরেছে বিএনপি।

খালেদা জিয়া ব্যর্থ হয়ে প্রথমে তার গুলশানের বাসায়, এরপর জেলে গেছেন।

তবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকেই দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কাজেই আওয়ামী লীগকে হুমকি দিয়ে, অগ্নিসংযোগ করে, মানুষ পুড়িয়ে সরকারের পতন ঘটানোর চিন্তা বাদ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (১৯ এপ্রিল) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে বোরো ধানকাটা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখন কোনো খাদ্যের ঘাটতি নেই। একইসঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বেড়েছে। ফসলহানি রোধে সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, দেশে কৃষিক্ষেত্রে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের কোনো ঘাটতি নেই। ২০০৪ সালে বিএনপি-জামায়াত শাসনামলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু গত ১৪ বছরে শেখ হাসিনার নেতৃত্বে দেশে ফসল উৎপাদন বেড়েছে।

তিনি বলেন, ফসলহানি রোধে সরকার বাঁধ নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছে। আগামজাত ফসল আবিষ্কারে কৃষি গবেষণা চলছে। আগামী ১-২ বছরের মধ্যে এসব ফসল হাওরে ফলানো হবে। এতে পানি আসার আগেই ধান কাটা শেষ হবে।

বন্যার পূর্বাভাস সম্পর্কে মন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের প্রায় ১ হাজার হারভেস্টর ধান কাটছে। এরই মধ্যে ৩০ ভাগ ধান কাটা শেষ। আগাম বন্যার আগেই হাওরের ধান কাটা যাবে।

ধানের দাম প্রসঙ্গে তিনি বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক সেটা আমরা চাই। আশা করি কৃষক তার ধানের উপযুক্ত মূল্য পাবে। তবে আগাম বন্যার বিষয়ে মন্ত্রী বলেন, আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবো না। এটা উচিত নয়। তবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় কমিয়ে আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল হক মিসবাহ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, কৃষি অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও জেলা পুলিশ সুপার এহসান শাহ।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।