ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাজিতপুরে কৃষকদল নেতা ইসতিয়াক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
বাজিতপুরে কৃষকদল নেতা ইসতিয়াক গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইসতিয়াক আহমেদ নাসি নামে এক কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হালিমপুর ইউনিয়নের বামনগাঁও এলাকা থেকে তাক গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার হওয়া ইসতিয়াক আহমেদ নাসি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।  

রোববার (২৩ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার ওয়ারেন্টমূলে ইসতিয়াককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।