ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ৫, ২০২৩
স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ঢাকা: জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (৬ মে)। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করেছে দলটি।

শুক্রবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা সাড়ে ১১টায় বনানীস্থ কার্যালয় মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, এমপি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় সভা পরিচালনা করবেন জাতীয় পার্টির যুগ্মমহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৫ মে, ২০২৩
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।