ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ স ম রবকে দেখতে হাসপাতালে গণতন্ত্র মঞ্চের নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আ স ম রবকে দেখতে হাসপাতালে গণতন্ত্র মঞ্চের নেতারা

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। শনিবার (১৩ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন জেএসডি সভাপতিকে দেখতে যান তারা।

এ সময় গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া সমন্বয়ক হাসিব উদ্দিন হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ফরিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।  

তারা আ স ম রবের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকার বিরোধী চলমান আন্দোলনে আ স ম আব্দুর রবের সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। তারা জেএসডি সভাপতির আশু রোগমুক্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
টিএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।