ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে ১৮ জনকে অন্তর্ভুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মে ১৬, ২০২৩
জাপার সম্মেলন প্রস্তুতি কমিটিতে ১৮ জনকে অন্তর্ভুক্ত

ঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে রওশন এরশাদের ডাকা জাতীয় পার্টির (জাপা) দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটিতে নতুন করে আরও ১৮ জনকে সদস্য হিসেবে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) জাপা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (১৫ মে) পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপির অনুমতিক্রমে তাদের অন্তর্ভুক্তিপত্রে স্বাক্ষর করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ ও পার্টির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক কাজী মামুনূর রশীদ।  

কমিটিতে অন্তর্ভুক্তরা হলেন- দয়াল কুমার বড়ুয়া (চট্টগ্রাম), পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ (ব্রাক্ষ্মণবাড়িয়া), নাফিজ মাহবুব (ময়মনসিংহ), মেজর (অব.) শিবলী মোহাম্মদ সাদিক (চাঁদপুর), মোহাম্মদ শামসুল আলম (কক্সবাজার), জাফর ইকবাল নিরব (পিরোজপুর), অ্যাডভোকেট সালেহ চৌধুরী (সিলেট), আবু কাওসার খান (ব্রাক্ষ্মণবাড়িয়া), মো. গোলাম মোস্তফা পাটওয়ারী (চাঁদপুর), অ্যাডভোকেট কাজী মোহাম্মদ নাসিরুল আলম (বান্দরবান), নাজমুল হক সিকদার (নরসিংদী), মোহাম্মদ মোর্শেদ আলম সিদ্দিকী (চট্টগ্রাম), শহিদুল ইসলাম সালাম (চট্টগ্রাম), নিরাপদ তালুকদার (খাগড়াছড়ি), উদয়ন বড়ুয়া (রাঙামাটি), আবুল কালাম আজাদ (লক্ষ্মীপুর), ডা. সাইফুর রহমান (খুলনা) ও আসিফ আহমেদ মৃধা (চট্টগ্রাম)।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।