ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়: আরিফ

সিলেট: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১৯ মে) বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির সমাবেশে এ কথা বলে নিজের অবস্থান অনেকটা স্পষ্ট করেন মেয়র আরিফ।

এর আগে শুক্রবার বেলা ৩টার দিকে পুলিশের বাধায় সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে পারেনি বিএনপি। বাধার মুখে বিএনপি নেতাদের স্থান পরিবর্তন করে নগরের কোর্ট পয়েন্টে পথসভা করেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশনায় অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়ন দাবিতে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

এর আগে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড এর সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র আরিফ বলেন, আমি সব সময় সিলেটের জনগণের পাশে ছিলাম, যে অবস্থানেই থাকি না কেন সিলেটের জনগণের পাশেই থাকবো-ইনশাআল্লাহ। এ সময় এলাকার উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে কথা বলেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে শনিবার (২০ মে) সমাবেশ করে সিদ্ধান্ত জানাবেন বলেও জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।