ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
চুয়াডাঙ্গায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল শুক্রবার (১৯ মে) মধ্য রাত থেকে শনিবার (২০ মে) সকাল পর্যন্ত জেলা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুপুরের দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।  

পুলিশ জানায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আলমডাঙ্গার আসাননগর কওমি মাদরাসায়  নাশকতার পরিকল্পনার সময় একজনকে আটক করে পুলিশ। ওই মামলায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। সেই মামলায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।  

এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও নাশকতার মামলা ছিল।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।