ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অগণতান্ত্রিক সরকার বেশিদিন চলতে পারে না: আমীর খসরু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
অগণতান্ত্রিক সরকার বেশিদিন চলতে পারে না: আমীর খসরু  বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা: অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছন, একটি গণতন্ত্র প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব সে বিষয়ে আমরা জোর দিয়েছি।

রোববার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার, সেগুলোই হয়েছে। কবে নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন নিয়ে ভাবনা কী, অর্থনৈতিক সংস্কার নিয়ে ভাবনাগুলো কী কী, সেগুলো বৈঠকে আলোচনায় এসেছে।

তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে তারা জানতে চেয়েছে। আমরা বলেছি, এ বছরের ভেতরেই নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে, দেশে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্র ব্যবস্থাকে অব্যাহত রাখতে হবে। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, সে বিষয়ে আমরা জোর দিয়েছি।

সংস্কার বিষয় নিয়ে তিনি বলেন, যে কয়েকটি বিষয়ে আমরা সবাই ঐকমত্য হয়েছি, সেগুলো করা যেতে পারে, এতে সময় নেওয়ার কিছু নেই। যেগুলোতে ঐকমত্য হবে না, সেগুলো নিয়ে আগামী নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো তুলে ধরা হবে, সেখানেই আলোচনা তর্ক-বিতর্ক হবে। তারপর পাস করা হবে।

রোববার বিকেল সাড়ে ৩টায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।