খাগড়াছড়ি: সরকার রাজপথ রক্তাক্ত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তাদের সে চেষ্টা জনগণের আন্দোলনের মুখে ব্যর্থ হবে।
শুক্রবার (২৬ মে) বিকেলে খাগড়াছড়ি শহরের কলা বাগান এলাকায় বিদ্যুতের লোডশেডিং, গ্রেপ্তার, হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দেওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, সান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দিয়ে হামলাকারিদের রাজনৈতিকভাবে পরাজয় হয়েছে।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
এর আগে সকালে সমাবেশে আসার পথে শহরে। নারিকেল বাগানস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আবদুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা হয়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়।
তিনি শুক্রবার বিকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর সড়কে ১০ দফা বাস্তবায়নের দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা শুধু বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ীতে হামলা করে ক্ষান্ত হননি, পুরো জেলায় অন্তত ২০ স্থানের হামলা চালিয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এডি/ এসএম