ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ৯, ২০২৩
‘স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য’

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

শুক্রবার (০৯ জুন) এক শোক বার্তায় প্রয়াত এই রাজনীতিবিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পাশাপাশি শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

এছাড়া সিরাজুল আলম খানের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।