ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের সংঘর্ষে গুলিতে মোবারক নিহত, ইউপি চেয়ারম্যান মিজান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
আ.লীগের সংঘর্ষে গুলিতে মোবারক নিহত, ইউপি চেয়ারম্যান মিজান গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিতে মোবারক হোসেন বাবু নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় মোহনপুর কাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।  

এর আগে শনিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে স্থানীয় নেতাকর্মীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয়পক্ষ পাল্টাপাল্টি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মোবারকসহ তিনজন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ইমরান ব্যাপারী ও জহির কবিরাজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চলতি বছরের ১৬ মার্চ মোহনপুর ইউপি নির্বাচনে কাজী মিজানুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। তাকে প্রথমে নৌকা প্রতীক দেওয়া হলেও পরে অন্য আরেকজন নৌকার প্রার্থী হন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।