ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালের মাটি বিএনপির ঘাঁটি: টুকু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
বরিশালের মাটি বিএনপির ঘাঁটি: টুকু

বরিশাল: বরিশালের মাটি বিএনপির ঘাঁটি বলে মন্তব্য করেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।  

তিনি বলেন, বরিশালের মানুষ সংগ্রাম করেই বেঁচে থাকে।

আন্দোলনকে তারা ভয় পায় না। চার কোটি ৭০ লাখ ভোটার বিগত দিনে ভোট দিতে পারেননি, সেই তরুণদের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতার জন্য লড়াই-সংগ্রাম করছি না, আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।

শনিবার (২৪ জুন) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ সরকার বলেছিলো ঘরে ঘরে চাকরি দেবে কিন্তু উল্টো বেকারত্ব বাড়িয়ে দিয়েছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, অধিকার বঞ্চিত তরুণ-যুব সমাজের অধিকার রক্ষার জন্য দেশনেত্রী খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান আন্দোলন শুরু করেছেন। আমরা ডাক দিয়েছি দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমরা আন্দোলনে সারা পেয়েছি। বরিশালসহ চট্টগ্রাম, বগুড়ায় আমরা দেখেছি  লাখ লাখ তরুণ- যুবসমাজ আমাদের তারুণ্যের সমাবেশে সমবেত হয়েছেন।  

বিভাগের নেতা কর্মীদের উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।  

তিনি বলেন, আমরা শপথ করেছি-যতদিন দেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা রাজপথে এ তরুণ সমাজকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবো। নতুন ভোটারদের বলতে চাই, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করেই ছাত্রদল রাজপথ থেকে ঘরে ফিরবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।