ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফতুল্লা থানা বিএনপির সম্পাদকের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
ফতুল্লা থানা বিএনপির সম্পাদকের ওপর হামলার অভিযোগ হামলার শিকার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জুন) ভোরে ফজর নামাজের পর ফতুল্লা মডেল থানার তল্লার দক্ষিণ কায়েমপুর নিজ বাসার সামনে তিনি এ হামলার শিকার হন।

সন্ত্রাসী হামলার ঘটনায় বারী ভুইয়া বাদী হয়ে সাতজনের নাম উল্লখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- নজরুল ইসলাম সরদার (৫৯), সজিব ওরফে জুয়েল (৩৫), সাকিব (১৭), রবিন (২২), নাঈম (২২), সানজিদ (১৮), আবু তাহের (৪২)সহ অজ্ঞাত নামা আরও ২-৩ জন।

হামলার শিকার ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূইয়া জানান, ফজর নামাজ আদায় করে ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে পায়চারি করার সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকারে এসে অভিযুক্ত নজরুল সরকারের মেয়ে  ডালিয়া (২৬) গাড়ির ভেতরে বসে হামলাকারীদেরকে তাকে দেখিয়ে দেয়। এ সময় গাড়ির ভিতর থেকে নেমে সজিব ওরফে জুয়েল তার পথরোধ করে। সঙ্গে সঙ্গে অপর অভিযুক্ত আসামিরা হত্যার উদ্দেশে তার ওপর হামলা চালায় এবং সঙ্গে থাকা ৫৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার কারণ সম্পর্কে তিনি জানান,  অভিযুক্ত নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট ও অবৈধ সম্পদ অর্জনের কারণে ১/১১ এর সময়ে আসামি নজরুলের বিরুদ্ধে মামলা হয় এবং চাকরিচ্যুত হয়। এতে তাকে দোষারোপ করা হয়। অপরদিকে গত ১৮ জুন অভিযুক্ত আসামি নজরুলের ভায়রা নাসিমের (৫৩) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা হয়। এতেও তাকে দোষারোপ করা হয়। এর জেরেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।