ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচন কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
‘নির্বাচন কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে’

ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহাম্মদ বলেছেন, জাতীয় নির্বাচন কেন্দ্র করে বিএনপি-জামায়াত অপশক্তি ফেনীসহ সারা দেশে আবার মাথাচাড়া দিয়ে উঠছে।  

আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা রাজনৈতিকভাবে সজাগ থাকলে এদের খুঁজে পাওয়া যাবে না।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো মূল্যে ফেনীর তিনটি আসনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেব ইনশাআল্লাহ।

ফেনীতে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভাষা শহীদ আবদুস সালাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী জেলা মহিলা যুবলীগের সভাপতি দিল আফরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- দাগনভূঞা উপজেলা মহিলা যুবলীগের সভাপতি রোকসানা সিদ্দিকী, সাধারণ সম্পাদক রুবি পাটোয়ারী, ফেনী সদর উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক সাজেদা আক্তার সীমা সিকদার, যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজু, ফুলগাজী উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক মর্জিনা আক্তার, যুগ্ম আহ্বায়ক ফরিদা আক্তার, পরশুরাম উপজেলা মহিলা যুবলীগের আহ্বায়ক রহিমা জাফর দেওয়ান, যুগ্ম আহ্বায়ক হাসিনা আক্তার।

এ সময় অন্যদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আরমিনা ফেরদৌস আইরিনসহ জেলার বিভিন্ন উপজেলার যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। যার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এ সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক  মুক্তির পথে এগিয়ে যাওয়া। একইসঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।