ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি চাচ্ছে, বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক: বাহাউদ্দিন নাছিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বিএনপি চাচ্ছে, বিদেশি প্রভুরা তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক: বাহাউদ্দিন নাছিম

যশোর: বিএনপি নেতারা একের পর এক অভিনয় করছে। তারা চাচ্ছে, দেশের বাইরের প্রভুরা এসে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক।

এ কারণেই বিএনপি বিদেশি প্রভুদের কাছে নিজেদের নানা নাটকীয়ভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের ঈদগাহ মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, ওই অশুভ শক্তি ক্ষমতায় এলেই বাংলাদেশ থেকে শান্তি উঠে যায়। একের পর এক অঘটন ঘটতে থাকে, সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু হয়ে যায়। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ সংস্কৃতি, সম্প্রদায়ের সঙ্গে বসবাস করতে পারে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, জামায়াত, বিএনপি অপরাধের ও লুটপাটের রাজনীতি করতে চায়। তারা এ দেশে নিজেদের চক্রান্তে ব্যর্থ হয়ে এখন বিদেশি প্রভুদের কাছে গিয়ে নিজেদের নানাভাবে উপস্থাপন করছে। স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপি-জামায়াত নেতারা আমাদের স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে। ফলে তাদের ওই সব নাটক এদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।

বঙ্গবন্ধুর আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে এ দেশের স্বাধীনতার পক্ষের মানুষ নৌকার পক্ষে কাজ করবে। বক্তব্যের শেষে আসন্ন ১৭ জুলাই বেনাপোল পৌরসভার নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে নৌকার পক্ষে ভোট চান আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আসাদুজামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন- আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক ও সদস্য নির্মল চ্যাটার্জি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মেজর জেনারেল (অব.) নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, জাতীয় পরিষদের সদস্য তাওহীদুর রহমান ও অ্যাডভোকেট সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ইউজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।