ঢাকা: দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের নৌকায় সমর্থন অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন দলটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ্ হিরু৷
তিনি বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইউরোপ থেকে মানুষ কাজের সন্ধানে বাংলাদেশে আসবে।
সোমবার(১৭ জুলাই) রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক সম্মেলনে হিরু এসব কথা বলেন।
সম্মেলনে নজিবুল্লাহ হিরু বলেন, এক সময় মার্কিন প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অর্জন সারা বিশ্বে উদাহরণ।
সেদিন আর বেশি দূরে নয়, যেদিন কাজের সন্ধানে মানুষ ইউরোপ থেকে বাংলাদেশে আসবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হবে।
বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক দেশ আছে, যেখানে নিজেদের গণতন্ত্র ঠিক নেই, কিন্তু এখানে এসে গণতন্ত্রের ছবক দেয়।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যতো উন্নয়ন, সব অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে যেখানে নিয়ে গেছেন, সেখানে সারাবিশ্ব তার প্রশংসা করে।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান বলেন, আগামী নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ যেকোনো ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হয়ে থাকবে।
এতে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী মো. শহীদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, আনিসুজ্জামান রানা, মেহেদী হাসান স্বপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসকে/এমএইচএস