ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-১৭ আসনের মতো নির্বাচন হতে দেওয়া হবে না: আমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
ঢাকা-১৭ আসনের মতো নির্বাচন হতে দেওয়া হবে না: আমান ছবি: জি এম মুজিবুর

ঢাকা: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যার প্রমাণ সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আমরা দেখেছি। এ ধরনের নির্বাচন বাংলার মাটিতে হতে দেব না।

মঙ্গলবার (১৮ জুলাই) বিএনপির পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, এ কারণে যতদ্রুত সম্ভব শেখ হাসিনার সরকারকে বিদায় জানাতে হবে।

তিনি বলেন, ৯৯ শতাংশ ব্যবসায়ী শেখ হাসিনাকে সমর্থন করে না। ভোট চোর সরকারকে কোনো সচেতন মানুষ সমর্থন করতে পারে না।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।