নারায়ণগঞ্জ: কেন্দ্র ঘোষিত কর্মসূচিন অংশ হিসেবে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
এতে জেলা বিএনপি ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা আন্দোলনের ব্যাপারে রাজপথে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার (৩১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের পাসপোর্ট অফিসের সামনে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব, মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
নজরুল ইসলাম আজাদ বলেন, এ স্বৈরাচারী হাসিনা সরকারের অধীনে আপনারা ভালো নেই। এখন তাদের পতনের জন্য যা যা করা দরকার করতে হবে। আন্দোলন করতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই এক। আমরা সবাই একসঙ্গে এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করব।
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, জনগণের ভোটের অধিকার শুধু বিএনপি না সবাই চায়। জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট সবাই চায়, সেই ভোট দেওয়ার জন্য নির্দলীয় সরকার দরকার। সেই নির্বাচনে আমরা ফলাফল যা হয় তা মেনে নেব, তাই নির্বাচন দিতে হবে নির্দলীয় সরকারের অধীনে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআরপি/জেএইচ