ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সাতক্ষীরায় বিএনপি-জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও পৌর জামায়াতের আমির মুস্তাফিজুর রহমানসহ জামায়াত-শিবির ও বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাতে তাদের আটক করা হয়।

আটক নেতাকর্মীদের মধ্যে আরও রয়েছেন- সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল হান্নান, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির ইয়াসিন আলী ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির ওসমান গনি।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সোমবার আমতলা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই বিশাল ঝটিকা মিছিল বের করে জামায়াত। এরপর তারা নাশকতার চেষ্টা করেন। পরে খবর পেয়ে জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।