ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারেক-জোবাইদার সাজা

বৃহস্পতিবার মহানগর-জেলায় বিএনপির বিক্ষোভ, শুক্রবার ঢাকায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
বৃহস্পতিবার মহানগর-জেলায় বিএনপির বিক্ষোভ, শুক্রবার ঢাকায় সমাবেশ

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান কারাদণ্ডাদেশ দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে বৃহস্পতিবার (৩ আগস্ট)  সারা দেশে মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে।

পরদিন শুক্রবার বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ঢাকায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বুধবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের কর্মসূচি এক দফা শেখ হাসিনার পদত্যাগ— এই কর্মসূচিতে সব কিছু  আছে। এছাড়াও আপনারা দেখছেন ফরমায়েসি রায়ের পর ঢাকাসহ সারা দেশে তাৎক্ষণিক ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০২, ২০৩
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।