ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সমাবেশ করবে যুবলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সমাবেশ করবে যুবলীগ

ঢাকা: বিএনপির রাজনীতি নিষিদ্ধকরণ, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ কয়েকটি দাবিতে সমাবেশ করবে যুবলীগ। বৃহস্পতিবার (১০ আগস্ট) এ সমাবেশ ডাকা হয়েছে।

বুধবার যুবলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মানবাধিকার লঙ্ঘনকারী, খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, ’৭৫-এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর, ২১ আগস্ট  হত্যাকাণ্ডের  মাস্টারমাইন্ড পলাতক আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্টে সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করা এবং স্মারকলিপি দেওয়া হবে।  

সমাবেশে সভাপতিত্ব করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সঞ্চালনা করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।