ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে অরাজকতা বাড়বে: লাবু চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে অরাজকতা বাড়বে: লাবু চৌধুরী বক্তব্য দিচ্ছেন শাহাদাব আকবর লাবু চৌধুরী

ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আগামী সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের সব নেতাকর্মীদের একসঙ্গে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশে অরাজকতা বেড়ে যাবে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করুন।  

শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফরিদপুরের গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

লাবু চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই আবারও নৌকায় ভোট দেবেন।  

সালথার গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার মোল্যার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর মতিন বাদশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর মোল্যা, উপজেলা যুবলীগ নেতা পাভেল রায়হান প্রমুখ।

সমাবেশ শেষে ঠেনঠেনিয়া বাজারে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন এমপি শাহাদব আকবর লাবু চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।