ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি 

ঢাকা: জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া বলেছেন, দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার বিসিআই কলেজে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দয়াল কুমার বড়ুয়া।

 

সেমিনারটির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ।

দয়াল কুমার বড়ুয়া বলেন, শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রাচীন পেশাগুলোর মধ্যে অন্যতম পেশা হচ্ছে শিক্ষকতা। এজন্য মহান এ পেশার মানুষদের সুশাসন প্রতিষ্ঠায় সৎ, শিক্ষিত ও জ্ঞানী মানুষ তৈরি করতে হবে।

বিসিআই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. এম মিজানুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৩
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।