ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে যুবলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে যুবলীগ

সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির বলেছেন, আগামী নির্বাচনে যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে।

বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে জেলার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় যুবলীগ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। সিলেট জেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মী দলের জন্য নিজেদের সবটুকু দিয়ে দিচ্ছেন।  

দেশে আওয়ামী লীগের নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তাঘাটসহ দেশে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কলকারখানা স্থাপনের ফলে বেকারত্ব দূর হয়েছে। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের সুফল সম্পর্কে জনগণকে জানাতে কাজ করছে সিলেট জেলা যুবলীগ।  

সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামিম আহমদের সুযোগ্য নেতৃত্বে সিলেট জেলা যুবলীগ এগিয়ে যাবে বলেও জানান তিনি।  

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ।

জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুজ্জামান কমরুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লার আলআমিন সুমনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার।

এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সহ-সভাপতি বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, হাসান আহমদ চৌধুরী, মনোজ কাপালি মিন্টু,এস এম শাইস্তা তালুকদার, সামছুল ইসলাম মিলন, সুজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক, রেজাউল ইসলাম রেজা ও শহিদুল ইসলাম টিপু সুলতান।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩ 
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।