ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
ময়মনসিংহে যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

ময়মনসিংহ: সারাদেশের ন্যায় ময়মনসিংহেও যুবলীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।  

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর শিববাড়ী রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।  

যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আয়োজন করেন। এতে ময়মনসিংহ মহানগর যুবলীগ ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

আফজালুর রহমান বাবু বলেন, শেখ ফজলে শামস পরশের দূরদর্শী সাংগঠনিক নেতৃত্বে যুবলীগের আমল পরিবর্তন ঘটেছে। আর এ কারণেই আজ সারাদেশে যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিনি ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে।

আয়োজক সূত্র জানায়, আগামী নির্বাচনের আগে যুবলীগকে আরও সুশৃঙ্খল ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।