ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে: ছাত্র সমাজের সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে: ছাত্র সমাজের সভাপতি

ঢাকা: জাতীয় পার্টির সহযোগী সংগঠন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন বলেন, ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের সব সংকটে ছাত্রদের রাজপথে সংগ্রাম করতে হবে।

তিনি বলেন, সোনার বাংলাদেশ আমাদের সবার, এ দেশের সাধারণ মানুষের অধিকার নিয়ে আমাদের সচেতন ছাত্র সমাজকেই কাজ করতে হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা জাতীয় ছাত্র সমাজের আয়জনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন বলেন, ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামীতে দেশের নেতৃত্ব দেবেন। আজকের মেধাবী ছাত্ররাই আগামী দিনের সংসদ সদস্য, মন্ত্রী হবে যদি তারা দেশ ও জাতীয় কল্যাণে কাজ করে। সারা দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সারা দেশে জি এম কাদেরের মতো সৎ ও নির্ভীক নেতার আদর্শে নেতৃত্ব তৈরি করলে এদেশে দুর্নীতি থাকবে না।  

তিনি বলেন, দেশ সবার আগে, আমাদের দেশপ্রেমিক হতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হলে আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।  

জাতীয় ছাত্র সমাজ ঝালকাঠি জেলার প্রস্তাবিত আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান।

সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা জাতীয় পাটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহাগ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মৃধা মিরাজুল ইসলাম রাজ, পাঠচক্র বিষয়ক সম্পাদক জাহিদ হাওলাদার, কেন্দ্রীয় সদস্য তুষার প্রধান, ওসমান গনিসহ ঝালকাঠি জেলা জাতীয় সমাজের বিভিন্ন ইউনিটের নেতারা।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।