ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বৈঠক করবে।
রোববার (০৮ অক্টোবর) আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এ প্রতিনিধিদলটি আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি বিভিন্ন রাজনৈতিকদলের সঙ্গে বৈঠক করবে। আগামী ১০ অক্টোবর বৈঠক করবে নির্বাচন কমিশনের সঙ্গে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীন ও নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসকে/এএটি