ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগ সভানেত্রীর কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
আ.লীগ সভানেত্রীর কার্যালয়ে মার্কিন প্রতিনিধি দল

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের  প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন এশা গুপ্তা, ড্যানিয়েল মারকে ও জিওফ্রে ম্যাকডোনাল্ড।

 

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় কার্যালয়টি পরিদর্শনে আসে দলটি।

মার্কিন প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফট্যানেন্ট কর্নেল (অব.) ফারুক খান। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এনবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।