ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ এখন ভয় কাটাতে আওয়াজ দিচ্ছে: আলাল  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
আওয়ামী লীগ এখন ভয় কাটাতে আওয়াজ দিচ্ছে: আলাল  

ময়মনসিংহ: আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের ঘোষণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।  

তিনি বলেন, আওয়ামী লীগ ডরাইছে (ভয় পেয়েছে) তা প্রমাণিত।

গতকাল তারা এক দিনে সাতজন বিএনপির নেতা-কর্মীকে ধমক দিয়েছে। তারা এখন ভয় কাটাতে আওয়াজ দিয়ে বাঁচতে চায়।  

রোববার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ নগরের হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত এক দফা দাবিতে মহানগর বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে।

আলাল আরও বলেন, দেশে ডাকাত পড়েছে। এ ডাকাতদের না তাড়াতে পারলে কেউ নিরাপদ না। তাই দেশের ডান, বাম, কমিউনিস্ট ও মধ্যপন্থী সব এক হয়েছে। এ অবস্থায় তারা হাইকোর্টে একটি রিট করেছেন। এতে তারা বলেছেন, কোনো চাপের মুখে যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করেন। হাইকোর্ট বলেছেন, ছুটির পরে আমরা এটা শুনব।  

এ সময় ২৮ তারিখের সমাবেশে দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ের মাধ্যমে ঢাকায় যাওয়ার আহ্বান জানান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সভায় মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, অ্যাডভোকেট এম এ হান্নান খান, ফারজানা রহমান হুসনাসহ মহানগর বিএনপির ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।