ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইউনুস মৃধা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইউনুস মৃধা আটক

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে বর্তমানে রামপুরা থানায় রাখা হয়েছে।

 

রোববার (২২ অক্টোবর) মধ্যরাতে তার খিলগাওস্থ বাসভবনের সামনে থেকে ইউনুসকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত সাইদুর রহমান মিন্টু।

তিনি জানান, ইউনুস মৃধা সব মামলায় জামিনে আছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ৩০ নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

এরআগে গত ১৭ অক্টোবর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারকে কোর্ট প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
টিএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।