ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আড়াই হাজার বাইক নিয়ে এমপি তানভীরের উন্নয়ন শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আড়াই হাজার বাইক নিয়ে এমপি তানভীরের উন্নয়ন শোভাযাত্রা

সিরাজগঞ্জ: প্রায় আড়াই হাজার মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর ইমাম।  

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে সাত হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি উপজেলার ১৪টি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

আড়াই হাজারেরও বেশি মোটরসাইকেল (বাইক), অর্ধ শতাধিক পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাকে করে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেন। এসময় তাদের হাতে ছিল বিভিন্ন উন্নয়ন চিত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন। মাইকে বাজানো হয় উন্নয়নের গান।

তানভীর ইমামের নেতৃত্বে শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।