ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আরামবাগে সমাবেশে জামায়াত নেতাকর্মীদের ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরামবাগে সমাবেশে জামায়াত নেতাকর্মীদের ঢল

ঢাকা: বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ শুরুর পর কানায়-কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর আরামবাগ এলাকা।  বিভিন্ন গলি দিয়ে সমাবেশস্থলে মিলিত হচ্ছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গলি দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে প্রবেশ করেন হাজার-হাজার নেতাকর্মী।  

এদিকে, পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা সমাবেশ স্থলে মিলিত হওয়ার পর  নিরাপত্তা জোরদার করছে পুলিশ৷ পুলিশের শর্টগানধারী সদস্যদের ব্যারিকেড সামনে রেখে সতর্ক অবস্থানে দেখা গেছে।  পুলিশের পাশাপাশি যোগ দিয়েছে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী।  পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন।  তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।