ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দফায় দফায় গণতন্ত্র মঞ্চের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
দফায় দফায় গণতন্ত্র মঞ্চের মিছিল

ঢাকা: বিএনপির সঙ্গে হরতাল কর্মসূচি পালন করছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী জোট গণতন্ত্র মঞ্চ। হরতালের সমর্থনে রাজধানীতে দফায় দফায় মিছিল করেছেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর পল্টন মোড় থেকে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি তোপখানা রোডে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে গণতন্ত্র মঞ্চের আন্দোলনে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এরপর দুপুর ২টায় আবারও মিছিল করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। তোপখানা রোড থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ের দিকে এসে মিছিলটি পুনরায় পুরানা পল্টন মোড়ের দিকে যায় এবং নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

মিছিলের শুরুতে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং মিছিল শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।