ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জ থেকে যুবদলসহ বিএনপির ১২ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সুনামগঞ্জ থেকে যুবদলসহ বিএনপির ১২ নেতাকর্মী আটক

সিলেট: বিএনপির অবরোধ কর্মসূচির প্রথম দিনে সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ও রোজ গার্ডেন হোটেল এবং বেতগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়াও শহরকে শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

আটকদের মধ্যে ১০ জন হলেন- সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মোহাম্মদ শওকত (৫৮), জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাকাব উদ্দিন (৫৫), সুনামগঞ্জ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী (৩৮), সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইজাজুল হক চৌধুরী (৩২), বিএনপি নেতা ইকবাল হোসেন (৪৮), কাঠইর ইউনিয়ন বিএনপি নেতা হেনু মিয়া (৫০), বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (৪৫), তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন (৩৮), তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল (৩৩)। বাকি দুজনের নাম জানা যায়নি।

এ সময় শতাধিক পুলিশ শহরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঘেরাও করে রাখে। পরে আবুল মনসুর শওকতসহ ১০ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাজন কুমার দাস বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বাংলানিউজকে বলেন, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।