ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে বিএনপির দুই শীর্ষ নেতাসহ গ্রেপ্তার ১১  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
মেহেরপুরে বিএনপির দুই শীর্ষ নেতাসহ গ্রেপ্তার ১১
 

মেহেরপুর: মেহেরপুরের দুই শীর্ষ নেতাসহ বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, গাংনী থানার ওসি তাজুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সদর থানা পুলিশ পাঁচজনকে, গাংনী থানা পুলিশ চারজনকে এবং মুজিবনগর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।  

তাদের মধ্যে রয়েছেন সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন যুবদলের কোষাধ্যক্ষ তাওহীদ হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক বাণী হোসেন, আমদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, গাংনী পৌর বিএনপির সেক্রেটারি মকবুল হোসেন মেঘলা, গাংনী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি কর্মী জহুরুল ইসলাম, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী ও মোনাখালী ইউনিয়ন বিএনপির সদস্য তাহাজুল ইসলাম।

পুলিশ বলছে, বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত) অবরোধে নাশকতা এড়াতে বিশেষ ক্ষমতা আইনে দল দুটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।