ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আটক

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমরকে (বীর উত্তম) আটক করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়ে যায়।

নাম প্রকাশ না করে ডিবির এক কর্মকর্তা বলেন, ২৮ অক্টোবর ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলা, পুলিশ সদস্য হত্যা, অগ্নিসংযোগে সরাসরি জড়িত, পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও নির্দেশদাতাদের গ্রেপ্তারে রাজধানীতে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতা শাহজাহান ওমরকে আটক করা হয়।

পুলিশ জানায়, শাহজাহান ওমর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের বিভিন্ন মামলার আসামি।

বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খানও জানান, রাজধানীর একটি এলাকা শাহজাহান ওমরকে আটক করেছে ডিবি।

গত ১৬ অক্টোবর গুলশানে একটি হোটেলে বিএনপি আয়োজিত সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ‘ভগবান’ দাবি করে তার কাছে নিজেদের রক্ষার আবেদন জানিয়ে আলোচনায় আসেন বিএনপি নেতা শাহজাহান ওমর।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
টিএ/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।