ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফকিরাপুলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
ফকিরাপুলে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিল

ঢাকা: বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধ সমর্থনে ফকিরাপুলে মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল এনামের নেতৃত্বে মিছিলটি বের হয়।

মিছিলটি দৈনিক বাংলা মোড় ঘুরে ফকিরাপুলে বকসি হোটেলের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর শেষ হয়।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা বিএনপির ডাকা অবরোধ সফল করার আহ্বান জানান।

মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোরশেদ আলম, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অভি আজাদ চৌধুরী নাহিদ, রেজাউল ইসলাম প্রিন্স, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মনসুর আলমসহ মতিঝিল, পলটন থানা যুবদল নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।