ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

অবরোধে গাড়ি চালালেই চালকদের দেওয়া হচ্ছে চিপস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
অবরোধে গাড়ি চালালেই চালকদের দেওয়া হচ্ছে চিপস

ফরিদপুর: একদিন বিরতি দিয়ে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে গাড়ি চালালেই চালকদের দেওয়া হচ্ছে চিপস।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা এলাকায় স্থানীয় যুবলীগ নেতা-কর্মীদের দেখা গেল চালকদের হাতে চিপস দেওয়ার এমন চিত্র।

 

অবরোধে জনসাধারণের সুবিধার্থে সব যানবাহন চালু রাখতে তারা গাড়ির চালকদের এক প্যাকেট করে চিপস দিয়ে গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছেন। এছাড়া বোয়ালমারী বাজারের চৌরাস্তা, সহস্রাইল বাজার ও সোতাশি মমিন মার্কেট এলাকায় অবরোধের বিরুদ্ধে সরকার দলীয় নেতা-কর্মীরা মিছিল করেছেন। তবে বিএনপি-জামায়াতের কোনো নেতা-কর্মীদের অবরোধ সমর্থনে মাঠে দেখা যায়নি।  

জানা গেছ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ৮ও ৯ নভেম্বর অবরোধের ডাক দিলে বিপাকে পড়ে খেটে খাওয়া মানুষসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন। এ কারণে বিভিন্ন যানবাহন চালু রাখতে বুধবার বিকেলে বোয়ালমারী পৌরসদরের বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে প্রত্যেক চালকদের হাতে চিপস ধরিয়ে দিচ্ছেন সরকার দলীয় নেতাকর্মীরা।  

পরে বিএনপি-জামায়াতের অবরোধকে প্রতিহত করতে বিক্ষোভ সমাবেশও করে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা যুবলীগের সদস্য নাজমুল বিশ্বাস, শফিউল আলম টুলু, মমিন খাঁ, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন দুলাল, গুনবহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোবহান প্রমুখ।  

এছাড়া বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ রুখে দিতে বোয়ালমারীতে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।  

মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী চৌরাস্তা, সোতাশি মমিন মার্কেট, সহস্রাইল বাজার, সাতৈর বাজারসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত অবধি অবস্থান করছেন সরকার দলীয় নেতা-কর্মীরা।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আকতার তপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল ও সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে অবস্থান অব্যাহত রয়েছে। তবে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীদের অবরোধ সমর্থনে মাঠে দেখা যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।