ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনী যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ফেনী যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক আটক  জাকির হোসেন জসিম ও নাসির উদ্দিন খন্দকার

ফেনী: ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

 

আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।  

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত আড়াইটার দিকে আটকদের ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়। তবে তাদের কোথায় থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনও কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।  

এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।  

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।