ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
গাজীপুরে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে বিএনপি।

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলটি প্রদক্ষিণ করেন।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের নেতৃত্বে এ মশাল মিছিল বের করা হয়।

কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন জানান, অবরোধের সমর্থনে তার নেতৃত্বে কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল করেছে। মিছিলটি কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট পদক্ষিণ করে।

গাজীপুর মেট্রোপলিটনে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩।
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।