ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ফেনীতে বিএনপি নেতা গ্রেপ্তার  আকবর হোসেন

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

স্থানীয় সূত্র জানায়, রোববার (২৬ নভেম্বর) থেকে বিএনপির ডাকা ৭ম ধাপের অবরোধ কর্মসূচির সমর্থনে সন্ধ্যায় মশাল মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে রোববার তাকে কারাগারে পাঠানো হবে।  

জানা যায়- আকবর হোসেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
এসএইচডি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।