ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ীতে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ৫টি গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
পলাশবাড়ীতে বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, ৫টি গাড়ি ভাঙচুর

গাইবান্ধা: বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী একটি বাস, পণ্যবাহী দুটি ট্রাক ও দুটি ড্রাম ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।  

দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালায় পিকেটাররা। এরপর রংপুরগামী পণ্যবাহী দুটি ট্রাক ও দুটি ড্রাম ট্রাকে ভাঙচুর চালায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটারদের ইটপাটকেল ছোড়া নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেইসঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।