ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর মঞ্চে বিএনপি নেতা, শোকজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর মঞ্চে বিএনপি নেতা,  শোকজ

বরিশাল: বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় ইউনিয়ন বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সদর উপজেলা বিএনপি।

শোকজ নোটিশপ্রাপ্ত বিএনপি নেতা হলেন ওবায়দুল করিম তুহিন পণ্ডিত। তিনি সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

সদর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, তুহিন পণ্ডিত দলের বিভিন্ন পদে ছিলেন। দলের শৃঙ্খলা ভঙ্গ করে সরকারের পাতানো নির্বাচনে বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন রিপনের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছেন। দলীয় নির্দেশনা উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মঞ্চে বক্তব্য রেখেছে। এতে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে সে। তাই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব লিখিতভাবে দিতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো জবাব না দিলে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

অভিযোগের বিষয়ে তুহিন পণ্ডিত বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ফেসবুকে দেখেছি। আমি দলের কোনো পদে নেই। তাই নোটিশের জবাব দেব না।

তিনি আরও বলেন, সদর উপজেলা বিএনপির এ কমিটি অবৈধ। এ কমিটির শোকজ আমি মানি না।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, গোপনে স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের কাছ থেকে সদর উপজেলা সদস্য সচিব ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক টাকা নিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু বলেন, স্বতন্ত্র প্রার্থী রিপন একটি কৌশল অবলম্বন করে অপপ্রচার করছে। সঠিক জবাবসহ তার পূর্বের অপকর্ম তুলে ধরা হবে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।