ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির ছেলেরাও আমাদেরই সন্তান, ওদের ব্যবহার করা হচ্ছে: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
বিএনপির ছেলেরাও আমাদেরই সন্তান, ওদের ব্যবহার করা হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কেএম শামীম ওসমান বলেছেন, বিএনপির ছেলেরাও তো আমাদের সন্তান। ওরা ককটেল মারে সেটা ভিডিও করে।

আদালতে যখন মামলা হবে তখন বলবে কী প্রমাণ আছে। তখন এই ভিডিও দেখানো হবে। যখন এই ককটেল ও আগুনের ভিডিও দেখানো হবে তখন এর চেয়ে বড় সাজা যাবজ্জীবন ও সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড। তখন কে কাদঁবে, ওর পরিবারের সদস্যরাই কাঁদবে। আমার এই এলাকার বেশ কিছু ছেলে ফেঁসে গেছে। এখনও সময় আছে থামানোর। ওদের আবারও ব্যবহার করার চেষ্টা হচ্ছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্রি ফেয়ার নির্বাচন হবে। নির্বাচন সময়মতই হবে। আমি হয়তো আগামীতে আর নির্বাচন করবো না। এর আগে একবার পতিতাপল্লি উঠিয়েছি। এবার সব ভালো মানুষগুলোকে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং বন্ধ করবো। এগুলো করতে পারলে আমি আর নির্বাচন করবো না।

তিনি আরও বলেন, আমি এমন নারায়ণগঞ্জ করতে চাই যেখানে গভীর রাতে মেয়েদের একা হাঁটতে ভয় করবে না। নির্বাচনের পর স্পেশাল স্কোয়াড আনবো। মাদক ব্যবসায়ী যেই হোক, আমি ওদের ছাড়বো না। রাজনীতিতে মানুষের সেবা করতে এসেছি। আমি মারা গেলে যেন মানুষের চোখে একটু পানি আসে এতটুকুই আমার চাওয়া।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।