ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
হবিগঞ্জে পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর 

হবিগঞ্জ: হবিগঞ্জে যুবদল ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান।


 
সোমবার (১লা জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একদল যুবক শহরের প্রধান সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করেন। এসময় পুলিশের সঙ্গে যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
 
পরে তারা রাস্তার পাশের কয়েকটি স্থাপনা ভাঙচুর করে পালিয়ে যান তারা। ঘটনার পর শায়েস্তানগর এলাকায় পুলিশকে টহল বাড়ানো হয়েছে।
 
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে বলেন, যুবদল ও ছাত্রদলের কর্মীরা টহলে থাকা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে পালিয়ে গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।